প্রজাপতি

প্লেন ক্র্যাশ (সেপ্টেম্বর ২০২৫)

Muhsin Ahmed
  • 0
  • ৩৩
আকাশ থেকে ভেসে আসছে খিলখিল হাসির কলকল ধ্বনি।
ফেরেশতারা একত্রিত হয়ে জমিনে তাকান সেই হাসির উৎসের দিকে।

একটা বিল্ডিং, বিস্তৃত মাঠ, আর সে মাঠে ওড়ে বেড়াচ্ছে নানা রঙ্গের প্রজাপতি।
কোনটা লাল, কোনটা নীল, কেউ হলুদ, আবার পিংকও দেখা যাচ্ছে।
হরেক রকমের সব প্রজাপতি!

এরা কিছুক্ষণ মাঠের ধারের বিল্ডিংয়ে যায়।
তখন আকাশে বিরাজ করে এক নিস্তব্ধতা।
ফেরেশতারাও হয়তোবা চুপসে যান।

আবার খানিক পরেই সম্বিত ফিরে পান। তাকিয়ে দেখেন খিলখিল করে এক তরঙ্গ ধ্বনিত হচ্ছে। যেন আকাশ জুড়ে আজ আমোদের আয়োজন হচ্ছে।
এভাবেই চলছে দিনের পর দিন।

হঠাৎ ব্যস্ততার ফাঁকে এক ফেরেশতার খেয়াল হল, চারপাশ আজ যেনো একটু বেশীই বিরস।
এতো নিস্তব্ধতা অসহ্য লাগছে।
কারণ অনুসন্ধানে নেমে কপালে হাত তার!

হায়! একী সর্বনাশ!!
নিচের ঐ মাঠ থেকে যেনো আগুনের ফুলকি জ্বলে ওঠলো।
কিছুটা আলো মেঘ ভেদ করে আকাশের ছাদেও গেলো।
তারপর ঢেকে গেলো নিকষ কালো অন্ধকারে।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন।
ওপরের কর্তব্যরত সকলে ঘিরে ধরল তাকে।
কী হয়েছে প্রজাপতিদের?
আকাশ আজ নিজের রং কেনো ধুসর করল?
উত্তর না পেয়ে নিজেরাই নেমে আসলেন পৃথিবীর বুকে।

এ কী সর্বনাশ হল? ছোট ওড়তে থাকা সেই প্রজাপতিরা আজ ছড়িয়ে ছিটিয়ে আছে।
কেউ কেউ আবার কয়লা হয়ে গেছে।
এক মরণঘাতী প্লেন এখানে এসে আছড়ে পড়েছে।

মাতম শুরু হল, কান্নার আওয়াজে ভারী করলো আকাশকেও।
আসমান থেকে ফরমান জারী হল!
আজ সব কিছু অব্যাহতি দাও। ফুলদের রাস্তায় নূরের পাখা বিছাও।
গালিছার মতো হেঁটে আসুক প্রজাপতিগুলো তাদের আসল বাগানে।

খোদার পেয়ারা প্রজাপতি সকল দুনিয়ার দেহ ছাড়া পবিত্র আত্মা নিয়ে চলে গেছে সবচেয়ে আপন রবের কাছে।
তারা ওখানে থাকবে অনন্ত কাল।
ঘুরে বেড়াবে এ বাগান থেকে ও বাগানে।
আর সন্ধ্যা হলে ইব্রাহিমের (আঃ) আড্ডাখানায় বসবে, গল্প শুনবে সারা জীবন ধরে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অতুলনীয় উপস্থাপন মোহিত হলাম পাঠে সুপ্রিয় ভাই

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গত জুলাইতে বিমান বিধ্বস্তে প্রাণ হারানে সেইসব ফুলদের। যারা অঙ্কুরেই অন্তর্দান করে রবের নির্দেশে ইবরাহীম আঃ এর খেলা ও গল্পের সাথী হয়ে গেলো।

২৯ অক্টোবর - ২০২২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫